মানুষের রয়েছে নিজ নিজ বিবেক ও বুদ্ধি,  জ্ঞান।

এই বিবেক দিয়ে মানুষ ভালো কোনটি মন্দ কোনটি এবং বিবেক দিয়ে পারে বিবেচনা করতে।

পারে বিচার করতে, পারে ভালো ও মন্দের তফাৎ বুঝতে।


আল্লাহ তায়ালা মানুষের মাথায় দিয়েছেন জ্ঞান এবং দিয়েছেন বিবেক ও দিয়েছেন বুদ্ধি।


আমরা মানুষরা প্রানী তেমনি গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি এরাও কিন্তু প্রানী এদেরকে বলা হয় পশু।

এই পশুরা কিন্তু ভালো কোন রাস্তা খারাপ কোন রাস্তা তা পার্থক্য করতে পারেনা।


আবার মানুষের মতো কিন্তু এদের বিবেক, বুদ্ধি, জ্ঞান ও নেই।


মানুষের রয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি কিন্তু পশুদের কোনো স্বাধীন ইচ্ছেশক্তি নেই।


পশুর মধ্যে ও রয়েছে একটি রুহ আর আমাদের মধ্যে ও কিন্তু রয়েছে একটি রুহ তাহলে আমাদের কেনো মানুষ বানালো?

নিশ্চয়ই এর পেছনে কোনো কারন আছে তাইতো?

আমরা এই কারন টা যাতে বের করতে পারি তার জন্য আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছেন বিবেক।


এবং আমাদেরকে কেনো সৃষ্টি করলো তার কারন হলো আল্লাহর ইবাদত করার জন্য।

আমাদেরকে স্বাধীন ভাবে ছেড়ে দিয়েছে আল্লাহ তায়ালা কারন আমরা যদি তার ইবাদত বন্দেগি করি এ দুনিয়ায় তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে।


আর যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন শাস্তির স্হান জাহান্নাম। 




বইয়ের নামঃ এসো এক আল্লাহর দাসত্ব করি

লেখকঃ আবদুস শহীদ নাসিম।

ধরনঃ ইসলামিক বই।

পৃষ্ঠা সংখ্যাঃ ৫০ টি।

পিডিএফ সাইজঃ ২ মেগাবাইট।

ডাউনলোডঃ Read Online / Download