আমরা সকলেই জানি যে, এ পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা যাদেরকে নবী রাসুল করে পাঠিয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেকেরই এ পৃথিবীতে সংগ্রাম করে বেচেঁ থাকতে হয়েছে।

নবী রাসুলরা প্রত্যেকই তাদের দ্বায়ীত্বের উপরে খুব অটল ছিলেন, তারা কখনোই শত্রুকে ভয় পাননি।

যতোই শত্রুরা আঘাত করেছে নবী রাসুলদের উপরে তারপরেও কোনো নবী রাসুলই তাদের নিজ কাজ অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত করা ছেড়ে দেননি।



আমরা যারা মুলসিমরা আছি তারা সবাই ই যে নবী রাসুলদের জীবনকথা, নবী রাসুলদের জীবনী জানি তা কিন্তু নয়।

যেসব ইসলাম ধর্মের ভাই ও বোনেরা ছোট কাল থেকে দাখিল লাইন দিয়ে লেখাপড়া করেছে তারা হয়তো প্রত্যেকই নবী রাসুলদের জীবনী জানে।

কিন্তু যারা আমার মতো কেমেস্ট্রি ও পিজিক্স, জুয়োলোজী পড়ে এসেছে তারা সকল নবী রাসুলের জীবন আদর্শ, জীবন কাহিনী জানার সৌভাগ্য হয়ে উঠেনি।




সব নবী রাসুলের জীবন কাহিনী জানার মধ্যে কিন্তু একটা ভালোলাগা রয়েছে।

নবীরাসুলের জীবন কাহিনী পড়ার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, আমরা সকলেই জানি যে; এ পৃথিবীতে যতো নবী রাসুল আল্লাহ তায়ালা প্রেরন করেছেন তারা সকলেই ছিলো নিষ্পাপ।

আমরা যদি তাদের জীবন চরিত্র, জীবন কাহিনী পড়ি তাহলে অনেক কিছুই অর্জন করতে পারবো।