নিউরনে আবারো অনুরণন PDF Download | Newroner Abaro Onuronon
ad spaceনিউরনে আবারো অনুরণন (Newroner Abaro Onuronon Pdf download) খুবই চমৎকার একটি বই, গানিতিক সমস্যাগুলোর ২০০ টির মতো সমাধান রয়েছে বইটিতে। লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল , ড. মোহাম্মদ কায়কোবাদ।
নিউরনে আবারো অনুরণন বই রিভিউঃ
'নিউরনে অনুরণন' লিখার পরেই আবার জাফর ইকবাল স্যার ও কায়কোবাদ স্যার
"নিউরনে আবারো অনুরণন" লিখেন।আমাদের মস্তিষ্ককে আরো উন্নত, চিন্তাশীল ও গনিতময় কারাই ছিল বইটির মূল উদ্দেশ্য। গনিত যে ভয়ের কিছু না পুরোটাই আনন্দঘন এবং মাজাদার বিষয় তা বোঝা যায় এই বইটা পড়লে এবং এটা নিয়ে ভাবলে। গনিত সম্পর্কে জানার জন্যে এই বইয়ে প্রথমে রয়েছে তথ্যবহুল ছোটখাটো প্রবন্ধ।গনিত ভুবনের মহানপুরুষদের পরিচয় তোলে ধরা হয়েছে রসের সাথে। গনিত নিয়ে ভাবার জন্য রয়েছে ২০০ গানিতিক সমস্যা।
কোনো বই পড়ে আমি এতটা মনযোগী এবং আকর্ষিত হয়নি যতটা হয়েছি এই বইটা পড়ে।রাত দিন শুধু ২০০ সমস্যা সমাধান নিয়ে ব্যস্ত তাকতাম।
আপনারাও বইটি পড়তে পারেন। খুবই প্রয়োজনীয় এবং ভালো মানের একটা বই।
বইয়ের বিবরণ
বইয়ের নামঃ নিউরনে আবারো অনুরণন
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫৬ টি।
ক্যাটেগরিঃ গানিতিক বিষয়ক বই
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ নিউরনে আবারো অনুরণন বই
#বইটি ইন্টারনেট থেকে সংগৃহীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
#(আমাদের ব্লগের সমস্ত বইগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। লেখকের বা প্রকাশনীর যদি কোনো বইয়ের PDF নিয়ে অভিযোগ থাকে তাহলে দয়াকরে জানান, আমাদেরকে জানানোর ২৪ ঘন্টার মধ্যে PDF টি রিমুভ করে দিবো।) ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। top 5 post ad space

Post a Comment
0 Comments