App reviews
আমার দেখা সেরা একটি নোট প্যাড এ্যাপ - (যা সবার ফোনে থাকা দরকার)
ad space টেসয্হহটছছ খ
আমার দেখা সেরা নোট প্যাড এ্যাপটির নাম হলোঃ এ্যানিকপি নোট প্যাড এ্যাপ।
এটি কেনো সেরা?
কারন এটির মধ্যে যে ফিচারস গুলো রয়েছে তা অন্যে কোনো নোট প্যাড এ্যাপের মধ্যে নেই তাই এটি সেরা।কি বিশ্বাস হচ্ছেনা তাইতো?
১। কোনো কিছু কপি করলে অটোমেটিক সংরক্ষনঃ
ধরুন আপনি একটা সংবাদ পত্রিকা সাইটে ভিজিট করলেন এবং কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পেলেন, এখন চাচ্ছেন সংবাদ গুলোর লিংক কপি করে সংরক্ষণ করে রাখবেন। অথবা সংবাদ গুলো পড়তে গিয়ে এমন গুরুত্বপূর্ণ নিউজের লাইন দেখলেন যেগুলো আপনি মনে করেন কপি করে রাখে সংরক্ষণ করে রাখা উচিত।এখন আপনাকে কপি করে একটা জায়গায় সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার জন্য আপানেক একটি নোট প্যাড এ্যাপ থাকতে হবে আপনার ফোনে তাহলে আপনি সেভ করে রাখতে পারবেন।
ইন্টারনেটে এটি ব্যাতিত যে নোট প্যাড গুলো রয়েছে তাতে ও আপনি আপনার লেখা সেভ করে রাখতে পারবেন । এ্যানিকপি নোট প্যাড এ্যাপটি ফোনের ব্যাকগ্রাউন্ডে ওপেন রেখে কোনো কিছু কপি করলে তা আপনার নোট প্যাডের মধ্যে সেভ হয়ে থাকবে অটোমেটিক। যার ফলে আপনাকে কপি করে নিজেকে নোটপ্যাডে প্রবেশ করে সেভ করে রাখতে হচ্ছেনা, অটোমেটিক সেভ হয়ে থাকতেছে। এ দিক দিয়ে আপনার টাইম বাচিয়ে দিচ্ছে এ নোটপ্যাড এ্যাপটিতে।
২। অটোমেটিক সেভঃ
আপনি যদি কোনো কিছু এনিকপি নোটপ্যাড এ্যাপে লিখেন আর মনের ভুলে সেভ না দিয়ে এ্যাপটি ক্লোজ করে দেন তাহলেও সমস্যা নাই।তারপরেও আপনার কষ্টের লেখা হারানোর ভয় নেই, অটোমেটিক সেভ হয়ে থাকবে নোট প্যাড এ্যাপটির মধ্যে। কি অবাক করা ফিচারস না?
আপনাকে কতো সাহায্য করছে এ্যাপটিতে ভেবে দেখেছেন কি?
৩। বিন সিস্টেমঃ
আপনি একটি আর্টিকেল লিখলেন অনেক সময় নষ্ট করে মাথাভাঙ্গা শ্রম করে, লেখা শেষ হওয়ার পরে বা লেখার মধ্যে ভূলে ডিলিট অপশনে ক্লিক পরে লেখাটি বা আর্টিকেলটি ডিলিট হয়ে গেলো।তারমানে কি আপনার লেখাটি হারিয়ে গেলো?
না ভাই, আপনার লেখাটি হারিয়ে যায়নি।
আপনি এ্যানিকপি এ্যাপটির বিন নামক অপশনে গেলে সেখানে আর্টিকেল বা লেখাটি দেখতে পাবেন এবং সেখান থেকে রিস্টোর করতে পারবেন।
৪। লক সিস্টেমঃ
মনে করুন আমি এ নোটপ্যাড এ্যাপটির মধ্যে আমি যা যা স্বপ্নে দেখি রাতে তা এই নোট প্যাড এ্যাপটির মধ্যে লিখে রাখি, তারমানে এটির মধ্যে আমার সিক্রেট পারসোনাল জিনিস রয়েছে।আমি চাইবো কেউ যেনো আমার এগুলো না দেখে তার জন্য আমি এ্যাপটি লক করে রাখতে পারবো এরফলে আর কেউ প্রবেশ করতে পারবেনা।
এরজন্য এক্সট্রা কোনো এ্যাপ লাগবেনা, এই এ্যাপ দিয়েই লক করে রাখতে পারবো ।
৫। ফেভারিট অপশনঃ
আপনার যে লেখাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ফেভারিট অপশনে যুক্ত করে রাখতে পারবেন।এরফলে আপনার গুরুত্বপূর্ণ লেখাগুলো আর বেশী খুজতে হবেনা সটজেই পেয়ে যাবেন।
৬। সার্চ সিস্টেমঃ
আপনার কোনো লেখা যদি প্রয়োজন হয় সেটির নাম ধরে সার্চ বারে সার্চ করলেই পেয়ে যাবেন আর্টিকেলটি।এ্যাপটি সার্চ বাটন রয়েছে।
এ্যাপটি সার্চ করলেই পেয়ে যাবেন প্লেস্টোরে এনিকপি লিখে।
এছাড়াও অনেক অনেক ফিচারস রয়েছে।
কিছু স্কিনসট দেখুনঃ
ধন্যবাদ ভালো থাকুন।
top 5 post ad space





Post a Comment
0 Comments