Gojol Lyrics
তোমার নামে তোমার গানে লিরিক্স | Tomar Name Tomar Gane Gojol Lyrics
ad space Tomar Name Tomar Gane Gojol Lyrics in bangla. তোমার নামে তোমার গানে লিরিক বাংলায়।
Tomar Name Tomar Gane Gojol is a popular Islamic song in Bangladesh. This song is sung by Kalarab Shilpigosthi.
তুমার নামে তোমার গানে লিরিক্সঃ
তােমার নামে তােমার গানে
(কলরব শিল্পীগােষ্ঠী)
তােমার নামে তােমার গানে,
পিউ পাপিয়া সুর তােলে
তােমার প্রেমে নদীর জলে
বাঁধনহারা ঢেউ দোলে।
ঐ সূর্য্যিমামা রাঙ্গায় ভুবন
মিষ্টি রােদের চুম দিয়ে
জেগে উঠে ভােরের পাখি
শিসে খােদার নাম নিয়ে। (৩বার)
তােমার নামের কলরবে যায় হৃদয়ের দ্বার খুলে....
ঐ আকাশ ভরা তারার মেলা
জ্যোৎস্না রাতের হাতছানি
বয়ে চলে ভেজা বাতাস
ছুয়ে যায় এই অধরখানি (৩বার)
তােমার নামের শান্তিনীড়ে সব বিরহ যাই ভুলে...
top 5 post ad space

Post a Comment
0 Comments