প্রধানমন্ত্রীর চিঠি pdf

যেভাবে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন - মন্ত্রী বরাবর দরখাস্ত লেখার নিয়ম - মন্ত্রণালয়ে চিঠি লেখার নিয়ম - খোলা চিঠি লেখার নিয়ম- প্রধানমন্ত্রীকে বার্তা পাঠান -প্রধানমন্ত্রীর কার্যালয় ঠিকানা- প্রধানমন্ত্রীর কাছে আবেদন- প্রধানমন্ত্রীর বাসভবন ঠিকানা - প্রধানমন্ত্রীর ইমেইল ঠিকানা - প্রধানমন্ত্রীর ফোন নাম্বার ২০২১-২৩-প্রধানমন্ত্রীর চিঠি pdf - প্রধানমন্ত্রীর কার্যালয় অনলাইন আবেদন- প্রধানমন্ত্রীর ফোন নাম্বার ২০২০-২০২৩

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি এই পোস্টে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার a to z শিখিয়ে দিবো, এবং কিভাবে চিঠি পাঠাবেন তা ও জানিয়ে দিবো। আপনার নিজের বা আপনাদের যতো অভিযোগ বা চাওয়া রয়েছে তা আপনারা প্রধানমন্ত্রীর কাছে জানাতে পারেন নিম্নের পদ্ধতি গুলোর মাধ্যমেঃ

১। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে।
২। প্রধানমন্ত্রীর কাছে ফোন করে।
৩। প্রধানমন্ত্রীর কাছে ইমেইল করে।
এছাড়াও আরো রয়েছে।

গুরুত্বপূর্ণ একটি কথা হলোঃ আপনার অভিযোগ বা চাওয়া জানানোর সময়ে যেন বাড়াবাড়ি না হয়ে যায় সেদিকে লক্ষ্যে রাখবেন।

প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার নিয়ম ও ঠিকানা  / প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর ঠিকানা / প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখার পদ্ধতি ও ঠিকানাঃ


বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার।
স্যার, আমার ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

বিষয়ঃ (বিজ্ঞাপন / আপনাদের যার যে সমস্যা সেই বিষয় টা লিখবেন।)

স্যার, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রানিবিদ্যা নিয়ে পড়াশোনা করতেছি। জীবনের সাথে অনেক সংগ্রাম করে পড়াশোনার এই স্তর টিতে পৌছাতে পেরেছি, আমি খুব গরিব ঘরের একটি স্বপ্নদ্রোষ্টা ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি পড়ালেখা করে বড় হয়ে মা বাবার দুঃখ দূর করবো, এই ভেবেই এতো কষ্ট সহ্য করে এতদূর প্রযন্ত আসা লেখাপড়া নিয়ে।
(এরপরে আপনি যে চাকরি করতে ইচ্ছুক সেটি উল্লেখ করবেন। উদাহরণ সরূপ নিচেরটি দেখুনঃ)

স্যার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল সামরিক বাহিনীতে চাকরি করবো কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে শত চেষ্টা করার পর ও সফল হতে পারিনি।  দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার উদ্দেশ্যে আমি তাদের সাথে যোগ দিতে চাই। স্যার আমার এই অনুরোধটি গ্রহণ করলে আমি খুব খুশি হবো এবং নিজেকে দেশ সেবায় ধন্য মনে করবো। আপনার সহযোগিতার কারণে আমার মনের ইচ্ছাটা পূরণ হতে পারে।

আপনার  নিজের তথ্যগুলো নিচে দিবেনঃ
আপনার নিজেরচনামঃ
আপনার গ্রামের নামঃ
আপনার পোস্ট অফিসের নামঃ
আপনার থানার নামঃ
আপনার জেলার নামঃ
আপনার মোবাইল নাম্বারঃ

প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বারঃ

জনগনের সাথে যোগাযোগ সহজ করার উদ্দেশ্য দেশনেত্রী শেখ হাসিনা নতুন একটি ফোন নম্বর দিয়েছেন, এটি ছাড়াও আরো ২ টি ফোন নাম্বার রয়েছে; মোট ৩ টি ফোন নম্বর সবগুলোই দিয়ে দিচ্ছি নিচে।
১। নতুন আপডেট ফোন নাম্বারঃ  +৮৮০১৫৫৫৮৮৮৫৫৫
২। ২য় ফোন নাম্বারঃ+৮৮০১৭১১৫২০০০০
৩। ৩য় ফোন নাম্বারঃ +৮৮০১৮১৯২৬০৩৭১

(বিদ্রঃ নতুন ফোন নম্বরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল। মাহাবুবুল হক শাকিল আরো জানান, প্রধানমন্ত্রীর দেওয়া আগের দুটি নম্বর ও সচল থাকবে।)

প্রধানমন্ত্রীর ফেসবুক আইডিঃ

অনেকেই প্রধানমন্ত্রীর ফেসবুক আইডি খুজেঁ থাকেন তাদের উদ্দেশ্যই লিখতে হচ্ছে, আসলে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো;  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অফিশিয়াল ফেসবুক/টুইটার আইডি নাই।
এ ছাড়া ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ পুতুলেরও কোনো অফিশিয়াল ফেসবুক আইডি নাই।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছেখোলা চিঠিঃ

একটি কথা বারবারই বলতে হচ্ছে আপনাদেরকে, দেশের সাধারণ জনগনের সাথে যোগাযোগ সহজ করতে ই প্রিয় দেশনেত্রী শেখহাসিনা দাদুর এই লক্ষ্যে ফোন নম্বর, ফ্যাক্স, ইমেইল, তার কাছে খোলা চিঠি পাঠানোর সুযোগ করে দিয়েছেন। তাই এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে কেউ মজা করে বা কিছু চাওয়ার মধ্যেও অতিরিক্ত কিছু করতে যাবেননা তাহলে বিপদে পরতে পারেন।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর ঠিকানাঃ

প্রধানমন্ত্রীর কার্যালয় , পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ।
উপরোক্ত এই ঠিকানা টিতে আপনার ছোট্ট অভিযোগের চিঠিটি বা আপনার কোনো কিছু প্রয়োজন তা লিখে পাঠাতে পারেন।

প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর নিয়ম / প্রধানমন্ত্রীর চিঠি pdf /প্রধানমন্ত্রীর চিঠিঃ

নিচের পিডিএফ টি ডাউনলোড করে পড়ে নিন, তাহলে আরো দক্ষতা লাভ করবেন। এবং আরো ভালোভাবে চিঠি লিখতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আর আপনি যতো আকর্ষণীয় সুন্দর করে লিখতে পারবেন ততো বেশী গ্রহনযোগ্যতা পাবে।
https://drive.google.com/file/d/10JMcqpaVxDKRHy0CAR69sn_bnzZvFJRI/view?usp=drivesdk

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বরাবর ফ্যাক্স করতে পারেনঃ +৮৮ ০২ ৯১১৩৩২৮

আপনি প্রধানমন্ত্রীর সাথে ওয়েবমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেনঃ

https://mail.bcc.net.bd/

প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানাঃ feedback@pmo.gov.bd

এছাড়াও একটি পিকচার দেখুন তহলে ক্লিয়ার হবেনঃ


top 5 post ad space